• হোম

--> Loading...
  • Privacy PolicyTerms & Conditions
Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
  • হোম
রবীন্দ্রনাথ ঠাকুর

@লেখক

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) – জীবনী

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি একাধারে কবি, নাট্যকার, সংগীতজ্ঞ, চিত্রশিল্পী, দার্শনিক ও শিক্ষাবিদ। তার সাহিত্যকর্ম ও চিন্তাধারা বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পরিচিত করেছে।


প্রারম্ভিক জীবন

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা এবং মা সারদাসুন্দরী দেবী। পরিবারের সাংস্কৃতিক ও শিক্ষিত পরিবেশের কারণে তিনি ছোটবেলা থেকেই সাহিত্য, সংগীত ও দর্শনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।


শিক্ষা ও শৈশব

রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষাজীবন খুব একটা দীর্ঘ ছিল না। তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি ও সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা করেন, তবে কোনো প্রতিষ্ঠানেই দীর্ঘস্থায়ী ছিলেন না। পরবর্তীতে ১৮৭৮ সালে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন, কিন্তু সে পড়াশোনাও অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন।


সাহিত্য জীবন

রবীন্দ্রনাথ ঠাকুর আট বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন। ১৮৭৪ সালে তার প্রথম কবিতা "অভিলাষ" প্রকাশিত হয়। ১৮৭৭ সালে তার প্রথম ছোটগল্প "ভিখারিণী" প্রকাশিত হয়। এরপর তিনি একের পর এক কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক রচনা করেন এবং বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেন।


নোবেল পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি

১৯১৩ সালে "গীতাঞ্জলি" কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এটি বাংলা ভাষার জন্য প্রথম ও একমাত্র নোবেল পুরস্কার। এই স্বীকৃতি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এবং তিনি ভারতীয় সাহিত্যকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেন।


সংগীত ও নাটক

রবীন্দ্রনাথ প্রায় ২,২০০টি গান রচনা করেন, যা "রবীন্দ্রসঙ্গীত" নামে পরিচিত। তার লেখা গান "আমার সোনার বাংলা" বাংলাদেশের জাতীয় সংগীত এবং "জন গণ মন" ভারতের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত হয়েছে।

তিনি বাংলা নাট্যসাহিত্যের অন্যতম পথিকৃৎ ছিলেন। তার রচিত বিখ্যাত নাটকগুলোর মধ্যে "রাজা", "ডাকঘর", "রক্তকরবী" উল্লেখযোগ্য।


শিক্ষা ও সমাজসেবা

রবীন্দ্রনাথ শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯০১ সালে তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এটি আধুনিক শিক্ষার একটি নতুন মডেল হয়ে দাঁড়ায়।

তিনি নারী শিক্ষা, কৃষক ও শ্রমিকদের উন্নয়ন, সমাজ সংস্কার এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


মৃত্যু ও উত্তরাধিকার

১৯৪১ সালের ৭ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন। তার সাহিত্য, সংগীত ও দর্শন আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। তিনি বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

"যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে" – তার এই উক্তি আজও মানুষকে পথ দেখায়।

২৭৩৬

বার পড়া হয়েছে

২৩৬৯

বইসমগ্র

OR
হৃদয় আমার প্রকাশ হল

হৃদয় আমার প্রকাশ হল

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
হিসাব আমার মিলবে না তা জানি

হিসাব আমার মিলবে না তা জানি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
সেই তো আমি চাই

সেই তো আমি চাই

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
সুখের মাঝে তোমায় দেখেছি

সুখের মাঝে তোমায় দেখেছি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
সুখে আমায় রাখবে কেন

সুখে আমায় রাখবে কেন

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
সারা জীবন দিল আলো

সারা জীবন দিল আলো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
সহজ হবি সহজ হবি

সহজ হবি সহজ হবি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
সরিয়ে দিয়ে আমার ঘুমের

সরিয়ে দিয়ে আমার ঘুমের

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
সন্ধ্যাতারা যে ফুল দিল তোমার চরণ তলে

সন্ধ্যাতারা যে ফুল দিল তোমার চরণ তলে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
সন্ধ্যা হল, একলা আছি ব’লে

সন্ধ্যা হল, একলা আছি ব’লে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
শেষ নাহি যে শেষ কথা কে বলবে

শেষ নাহি যে শেষ কথা কে বলবে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
শুধু তোমার বাণী নয় গো

শুধু তোমার বাণী নয় গো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি

শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
লক্ষ্মী যখন আসবে তখন

লক্ষ্মী যখন আসবে তখন

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যেতে যেতে চায় না যেতে

যেতে যেতে চায় না যেতে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যেতে যেতে একলা পথে

যেতে যেতে একলা পথে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যে দিল ঝাঁপ ভবসাগর মাঝখানে

যে দিল ঝাঁপ ভবসাগর মাঝখানে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যে থাকে থাক্‌ না দ্বারে

যে থাকে থাক্‌ না দ্বারে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যাস নে কোথাও ধেয়ে

যাস নে কোথাও ধেয়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যা দেবে তা দেবে তুমি আপন হাতে

যা দেবে তা দেবে তুমি আপন হাতে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যদি আমায় তুমি বাঁচাও তবে

যদি আমায় তুমি বাঁচাও তবে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যখন তোমায় আঘাত করি

যখন তোমায় আঘাত করি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
যখন তুমি বাঁধছিলে তার

যখন তুমি বাঁধছিলে তার

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
মোর মরণে তোমার হবে জয়

মোর মরণে তোমার হবে জয়

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

মোর হৃদয়ের গোপন বিজন ঘরে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
মেঘ বলেছে যাব যাব

মেঘ বলেছে যাব যাব

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
মুদিত আলোর কমল কলিকাটিরে

মুদিত আলোর কমল কলিকাটিরে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
মালা হতে খসে পড়া ফুলের একটি দল

মালা হতে খসে পড়া ফুলের একটি দল

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
মনকে হেথায় বসিয়ে রাখিস নে

মনকে হেথায় বসিয়ে রাখিস নে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়

ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ব্যথার বেশে এল আমার দ্বারে

ব্যথার বেশে এল আমার দ্বারে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
বৃন্ত হতে ছিন্ন করি শুভ্র কমলগুলি

বৃন্ত হতে ছিন্ন করি শুভ্র কমলগুলি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ

বিশ্বজোড়া ফাঁদ পেতেছ

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
বাজিয়েছিলে বীণা তোমার

বাজিয়েছিলে বীণা তোমার

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
বাঁধা দিলে বাধবে লড়াই

বাঁধা দিলে বাধবে লড়াই

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
বলো, আমার সনে তোমার কী শত্রুতা

বলো, আমার সনে তোমার কী শত্রুতা

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ফুল তো আমার ফুরিয়ে গেছে

ফুল তো আমার ফুরিয়ে গেছে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
প্রেমের প্রাণে সইবে কেমন করে

প্রেমের প্রাণে সইবে কেমন করে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
প্রভু আমার, প্রিয় আমার, পরমধন হে

প্রভু আমার, প্রিয় আমার, পরমধন হে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
পুষ্প দিয়ে মার যারে

পুষ্প দিয়ে মার যারে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
পান্থ তুমি, পান্থজনের সখা হে

পান্থ তুমি, পান্থজনের সখা হে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
পথের সাথি, নমি বারম্বার

পথের সাথি, নমি বারম্বার

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
পথে পথেই বাসা বাঁধি

পথে পথেই বাসা বাঁধি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
পথ দিয়ে কে যায় গো চলে

পথ দিয়ে কে যায় গো চলে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
পথ চেয়ে যে কেটে গেল

পথ চেয়ে যে কেটে গেল

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
নাই বা ডাক, রইব তোমার দ্বারে

নাই বা ডাক, রইব তোমার দ্বারে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
নাই কি রে তীর, নাই কি রে তোর তরী

নাই কি রে তীর, নাই কি রে তোর তরী

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন

না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
না রে, তোদের ফিরতে দেব না রে

না রে, তোদের ফিরতে দেব না রে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
না বাঁচাবে আমায় যদি

না বাঁচাবে আমায় যদি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
না গো, এই যে ধুলা আমার না এ

না গো, এই যে ধুলা আমার না এ

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল

দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
দুঃখ যে তোর নয় রে চিরন্তন

দুঃখ যে তোর নয় রে চিরন্তন

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
দুঃখ যদি না পাবে তো

দুঃখ যদি না পাবে তো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
দুঃখ এ নয়, সুখ নহে গো

দুঃখ এ নয়, সুখ নহে গো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমায় সৃষ্টি করব আমি

তোমায় সৃষ্টি করব আমি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমায় ছেড়ে দূরে চলার

তোমায় ছেড়ে দূরে চলার

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমার মোহন রূপে কে রয় ভুলে

তোমার মোহন রূপে কে রয় ভুলে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমার ভুবন মর্মে আমার লাগে

তোমার ভুবন মর্মে আমার লাগে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমার দুয়ার খোলার ধ্বনি

তোমার দুয়ার খোলার ধ্বনি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমার কাছে চাই নে আমি অবসর

তোমার কাছে চাই নে আমি অবসর

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তোমার কাছে এ বর মাগি

তোমার কাছে এ বর মাগি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তুমি আড়াল পেলে কেমনে

তুমি আড়াল পেলে কেমনে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
তব গানের সুরে হৃদয় মম রাখো হে রাখো ধরে

তব গানের সুরে হৃদয় মম রাখো হে রাখো ধরে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
জীবন আমার যে অমৃত

জীবন আমার যে অমৃত

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে

জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
চোখে দেখিস, প্রাণে কানা

চোখে দেখিস, প্রাণে কানা

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ঘুম কেন নেই তোরি চোখে

ঘুম কেন নেই তোরি চোখে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ঘরের থেকে এনেছিলেম

ঘরের থেকে এনেছিলেম

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
গতি আমার এসে ঠেকে যেথায় শেষে

গতি আমার এসে ঠেকে যেথায় শেষে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
খুশি হ তুই আপন মনে

খুশি হ তুই আপন মনে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু

ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
কোন্‌ বরতা পাঠালে মোর পরানে

কোন্‌ বরতা পাঠালে মোর পরানে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
কেমন করে তড়িৎ আলোয়

কেমন করে তড়িৎ আলোয়

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
কেমন করে এমন বাধা ক্ষয় হবে

কেমন করে এমন বাধা ক্ষয় হবে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
কূল থেকে মোর গানের তরী

কূল থেকে মোর গানের তরী

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
কাণ্ডারী গো, যদি এবার

কাণ্ডারী গো, যদি এবার

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
কাঁচা ধানের ক্ষেতে যেমন

কাঁচা ধানের ক্ষেতে যেমন

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ওরে ভীরু তোমার হাতে

ওরে ভীরু তোমার হাতে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ওগো আমার হৃদয়বাসী

ওগো আমার হৃদয়বাসী

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ওগো আমার প্রাণের ঠাকুর

ওগো আমার প্রাণের ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ওই অমল হাতে  রজনী প্রাতে

ওই অমল হাতে রজনী প্রাতে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ওই যে সন্ধ্যা খুলিয়া ফেলিল তার

ওই যে সন্ধ্যা খুলিয়া ফেলিল তার

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ও নিঠুর, আরো কি বাণ

ও নিঠুর, আরো কি বাণ

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
ও আমার মন যখন জাগলি না রে

ও আমার মন যখন জাগলি না রে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এবার আমায় ডাকলে দূরে

এবার আমায় ডাকলে দূরে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এদের পানে তাকাই আমি

এদের পানে তাকাই আমি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এতটুকু আঁধার যদি

এতটুকু আঁধার যদি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এখানে তো বাঁধা পথের

এখানে তো বাঁধা পথের

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এক হাতে ওর কৃপাণ আছে

এক হাতে ওর কৃপাণ আছে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এই      শরৎ আলোর কমল বনে

এই শরৎ আলোর কমল বনে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এই যে কালো মাটির বাসা

এই যে কালো মাটির বাসা

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এই নিমেষে গণনাহীন নিমেষ গেল টুটে

এই নিমেষে গণনাহীন নিমেষ গেল টুটে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে

এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এই কথাটা ধরে রাখিস

এই কথাটা ধরে রাখিস

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এই আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে

এই আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার

এ দিন আজি কোন্‌ ঘরে গো খুলে দিল দ্বার

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আলো যে যায় রে দেখা

আলো যে যায় রে দেখা

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আলো যে আজ গান করে মোর প্রাণে গো

আলো যে আজ গান করে মোর প্রাণে গো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আলো যে আজ গান করে মোর প্রাণে গো

আলো যে আজ গান করে মোর প্রাণে গো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমি হৃদয়েতে পথ কেটেছি

আমি হৃদয়েতে পথ কেটেছি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমি যে আর সইতে পারি নে

আমি যে আর সইতে পারি নে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমি পথিক, পথ আমারি সাথি

আমি পথিক, পথ আমারি সাথি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমি অধম অবিশ্বাসী

আমি অধম অবিশ্বাসী

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমার  আর হবে না দেরি

আমার আর হবে না দেরি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমার     সুরের সাধন রইল পড়ে

আমার সুরের সাধন রইল পড়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমার সকল রসের ধারা

আমার সকল রসের ধারা

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আমার বোঝা এতই করি ভারী

আমার বোঝা এতই করি ভারী

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আবার   শ্রাবণ হয়ে এলে ফিরে

আবার শ্রাবণ হয়ে এলে ফিরে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে

আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আপন হতে বাহির হয়ে

আপন হতে বাহির হয়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে কে জাগে

আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে কে জাগে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আঘাত করে নিলে জিনে

আঘাত করে নিলে জিনে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
অচেনাকে ভয় কী আমার ওরে

অচেনাকে ভয় কী আমার ওরে

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
অগ্নিবীণা বাজাও তুমি

অগ্নিবীণা বাজাও তুমি

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন
আশীর্বাদ

আশীর্বাদ

রবীন্দ্রনাথ ঠাকুর

পড়ুন