এখানে তো বাঁধা পথের

এখানে তো বাঁধা পথের

রবীন্দ্রনাথ ঠাকুর

এখানে তো বাঁধা পথের

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এখানে তো বাঁধা পথের

অন্ত না পাই,

চলতে গেলে পথ ভুলি যে

কেবলি তাই।

তোমার জলে, তোমার স্থলে,

তোমার সুনীল আকাশতলে,

কোনোখানে কোনো পথের

চিহ্নটি নাই।

পথের খবর পাখির পাখায়

লুকিয়ে থাকে।

তারার আগুন পথের দিশা

আপনি রাখে।

ছয় ঋতু ছয় রঙিন রথে

যায় আসে যে বিনা পথে,

নিজেরে সেই অচিন-পথের

খবর শুধাই।


Loading...