ওরে তোদের ত্বর সহে না আর

ওরে তোদের ত্বর সহে না আর

রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে তোদের ত্বর সহে না আর

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ওরে তোদের ত্বর সহে না আর?

এখনো শীত হয় নি অবসান।

পথের ধারে আভাস পেয়ে কার

সবাই মিলে গেয়ে উঠিস গান?

ওরে পাগল চাঁপা, ওরে উন্মত্ত বকুল,

কার তরে সব ছুটে এলি কৌতুকে আকুল।


মরণপথে তোরা প্রথম দল,

ভাবলি নে তো সময় অসময়।

শাখায় শাখায় তোদের কোলাহল

গন্ধে রঙে ছড়ায় বনময়।

সবার আগে উচ্চে হেসে ঠেলাঠেলি করে

উঠলি ফুটে, রাশি রাশ...

Loading...