হে রাজন তুমি আমারে

হে রাজন তুমি আমারে

রবীন্দ্রনাথ ঠাকুর

হে রাজন তুমি আমারে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


হে রাজন্‌, তুমি আমারে

বাঁশি বাজাবার দিয়েছ যে ভার

তোমার সিংহদুয়ারে–

ভুলি নাই তাহা ভুলি নাই,

মাঝে মাঝে তবু ভুলে যাই,

চেয়ে চেয়ে দেখি কে আসে কে যায়

কোথা হতে যায় কোথা রে।


কেহ নাহি চায় থামিতে।

শিরে লয়ে বোঝা চলে যায় সোজা,

না চাহে দখিনে বামেতে।

বকুলের শাখে পাখি গায়,

ফুল ফুটে তব আঙিনায়–

না দেখিতে পায়,না শুনি...

Loading...