মায়া

মায়া

রবীন্দ্রনাথ ঠাকুর

মায়া

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আজ এ মনের কোন্‌ সীমানায়

যুগান্তরের প্রিয়া।

দূরে-উড়ে-যাওয়া মেঘের ছিদ্র দিয়া

কখনো আসিছে রৌদ্র কখনো ছায়া,

আমার জীবনে তুমি আজ শুধু মায়া;

সহজে তোমায় তাই তো মিলাই সুরে,

সহজেই ডাকি সহজেই রাখি দূরে।

স্বপ্নরূপিণী তুমি

আকুলিয়া আছ পথ-খোওয়া মোর

প্রাণের স্বর্গভূমি।<...

Loading...