কেবল তব মুখের পানে চাহিয়া

কেবল তব মুখের পানে চাহিয়া

রবীন্দ্রনাথ ঠাকুর

কেবল তব মুখের পানে চাহিয়া

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কেবল তব মুখের পানে

চাহিয়া,

বাহির হনু তিমির-রাতে

তরণীখানি বাহিয়া।

অরুণ আজি উঠেছে–

আশোক আজি ফুটেছে–

না যদি উঠে,না যদি ফুটে,

তবুও আমি চলিব ছুটে

তোমার মুখে চাহিয়া।


নয়নপাতে ডেকেছ মোরে

নীরবে।

হৃদয় মোর নিমেষ-মাঝে

উঠেছে ভরি গরবে।

শঙ্খ তব বাজিল–

সোনার তরী সাজিল–

না যদি বাজে, না যদি সাজে,

Loading...