কী কথা বলিব বলে

কী কথা বলিব বলে

রবীন্দ্রনাথ ঠাকুর

কী কথা বলিব বলে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কী কথা বলিব বলে

বাহিরে এলেম চলে,

দাঁড়ালেম দুয়ারে তোমার–

ঊর্ধ্বমুখে উচ্চরবে

বলিতে গেলেম যবে

কথা নাহি আর।

যে কথা বলিতে চাহে প্রাণ

সে শুধু হইয়া উঠে গান।

নিজে না বুঝিতে পারি,

তোমারে বুঝাতে নারি,

চেয়ে থাকি উৎসুক-নয়ান।


তবে কিছু শুধায়ো না–

শুনে যাও আনমনা,

যাহা বোঝ, যাহা নাই বোঝ।

সন্ধ্যার আঁধার-...

Loading...