কথা কও কথা কও থাকিয়ো না চুপ করে

কথা কও কথা কও থাকিয়ো না চুপ করে

কাজী নজরুল ইসলাম

কথা কও কথা কও থাকিয়ো না চুপ করে

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconগান

পোষ্ট করেছেনশেষ নগরী১১ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অতনুর এই রসলোকে বয়ে যায় অনন্ত রসের প্রবাহিণী। মুখে হাসি, চোখে জল–যেন রোদে রোদে বৃষ্টি। অন্তরে অনুরাগ, বাহিরে রাগ–যেন সাপে-মানিকে জড়াজড়ি। ব্রীড়া-সংকুচিতা বধূকে কথা কওয়াবার সাধনায় কোনো ‍তরুণের কণ্ঠে সকরুণ মিনতি ফুটে ওঠে–


(গান)


কথা কও, কথা কও, থাকিয়ো না চুপ করে।

মৌন গগনে হেরো কথার বৃষ্টি ঝরে।

থাকিয়ো না চুপ করে॥

ধীর সমীর...

Loading...