
সুসময়

রবীন্দ্রনাথ ঠাকুর
বৈশাখী ঝড় যতই আঘাত হানে
সন্ধ্যা-সোনার ভাণ্ডারদ্বার-পানে,
দস্যুর বেশে যতই করে সে দাবি
কুণ্ঠিত মেঘ হারায় সোনার চাবি,
গগন সঘন অবগুন্ঠন টানে।
“খোলো খোলো মুখ’ বনলক্ষ্মীরে ডাকে,
নিবিড় ধুলায় আপনি তাহারে ঢাকে।
“আলো দাও’ হাঁকে, পায় না কাহারো সাড়া,
আঁধার বাড়ায়ে বেড়ায়...