সুসময়

সুসময়

রবীন্দ্রনাথ ঠাকুর

সুসময়

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বৈশাখী ঝড় যতই আঘাত হানে

সন্ধ্যা-সোনার ভাণ্ডারদ্বার-পানে,

দস্যুর বেশে যতই করে সে দাবি

কুণ্ঠিত মেঘ হারায় সোনার চাবি,

গগন সঘন অবগুন্ঠন টানে।

“খোলো খোলো মুখ’ বনলক্ষ্মীরে ডাকে,

নিবিড় ধুলায় আপনি তাহারে ঢাকে।

“আলো দাও’ হাঁকে, পায় না কাহারো সাড়া,

আঁধার বাড়ায়ে বেড়ায়...

Loading...