পৃথিবী রয়েছে ব্যস্ত

পৃথিবী রয়েছে ব্যস্ত

জীবনানন্দ দাশ

পৃথিবী রয়েছে ব্যস্ত

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


পৃথিবী রয়েছে ব্যস্ত কোন্‌খানে সফলতা শক্তির ভিতর,

কোন্‌খানে আকাশের গায়ে রূঢ় মনুমেন্ট উঠিতেছে জেগে,

কোথায় মাস’ল তুলে জাহাজের ভিড় সব লেগে আছে মেঘে,

জানি নাকো, আমি এই বাংলার পাড়াগাঁয়ে বাধিঁয়াছি ঘর:

সন্ধ্যায় যে দাঁড়কাক উড়ে যায় তালবনে- মুখে দুটো খড়

নিয়ে যায়-সকালে যে নিমপাখি উড়ে আসে কাতর আবেগে

নীল তেঁতুলের বনে- তেমনি করুণা এক বুকে আছে লেগে;

বইচির...

Loading...