পৃথিবীর পথে আমি বহুদিন বাস করে

পৃথিবীর পথে আমি বহুদিন বাস করে

জীবনানন্দ দাশ

পৃথিবীর পথে আমি বহুদিন বাস করে

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


পৃথিবীর পথে আমি বহুদিন বাস করে হৃদয়ের নরম কাতর

অনেক নিভৃত কথা জানিয়াছি; পৃথিবীতে আমি বহুদিন

কাটায়েছি; বনে বনে ডালপালা উড়িতেছে — যেন পরী জিন্‌

কথা কয়; ধূসর সন্ধ্যায় আমি ইহাদের শরীরের পর

খইয়ের ধানের মতো দেখিয়াছি ঝরে ঝর্‌ ঝর

দু-ফোটা মেঘের বৃষ্টি, — শাদা ধুলো জলে ভিজে হয়েছে মলিন,

ম্লান গন্ধ মাঠে ক্ষেতে… গুবরে পোকার তুচ্ছ বুক থেকে ক্ষীণ

অস্ফুট ...

Loading...