অশ্বত্থ বটের পথে

অশ্বত্থ বটের পথে

জীবনানন্দ দাশ

অশ্বত্থ বটের পথে

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৯ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অশ্বত্থ বটের পথে অনেক হয়েছি আমি তোমাদের সাথী;

ছড়ায়েছি খই ধান বহুদিন উঠানের শালিখের তরে;

সন্ধ্যায় পুকুর থেকে হাঁসটিরে নিয়ে আমি তোমাদের ঘরে

গিয়েছি অনেক দিন, — দেখিয়াছি ধূপ জ্বালো, ধরো সন্ধ্যাবাতি

থোড়ের মতন শাদা ভিজে হাতে, — এখুনি আসিবে কিনা রাতি

বিনুনি বেঁধেছ তাই — কাঁচপোকাটিপ তুমি কপারে পরে

পড়িয়াছ… তারপর ঘুমায়েছ: কল্কাপাড় আঁচলটি ঝরে

পানের ব...

Loading...