শেষ চুম্বন

শেষ চুম্বন

রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ চুম্বন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দূর স্বর্গে বাজে যেন নীরব ভৈরবী।

ঊষার করুণ চাঁদ শীর্ণমুখচ্ছবি।

ম্লান হয়ে এল তারা; পূর্বদিগ্‌বধূর

কপোল শিশিরসিক্ত, পান্ডুর, বিধুর।

ধীরে ধীরে নিবে গেল শেষ দীপশিখা,

খসে গেল যামিনীর স্বপ্নযবনিকা।

প্রবেশিল বাতায়নে পরিতাপসম

রক্তরশ্মি প্রভাতের আঘাত নির্মম।

সেইক্ষণে গৃহদ্বারে সত্বর সঘন

আমাদের সর্বশেষ বিদায়-চুম্বন।

মুহূর্তে উঠিল ব...

Loading...