নিশীথ অন্ধকারে

নিশীথ অন্ধকারে

কাজী নজরুল ইসলাম

নিশীথ অন্ধকারে

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

এ কী বেদনার উঠিয়াছে ঢেউ দূর সিন্ধুর পারে,

নিশীথ-অন্ধকারে।

পুরবের রবি ডুবিল গভীর বাদল-অশ্রু-ধারে,

নিশীথ-অন্ধকারে॥

ঘিরিয়াছে দিক ঘন ঘোর মেঘে,

পুবালি বাতাস বহিতেছে বেগে,

বন্দিনি মাতা একাকিনী জেগে কাঁদিতেছে কারাগারে,

শিয়রের দীপ যত সে জ্বালায় নিভে যায় বারে বারে।

নিশীথ-অন্ধকারে॥

মুয়াজ্জিনের কণ্ঠ নীরব আজিকে মিনার-চূড়ে,

বহে ন...

Loading...