অন্তর্হিতা

অন্তর্হিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

অন্তর্হিতা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তুমি যে তারে দেখ নি চেয়ে

জানিত সে তা মনে, —

ব্যথার ছায়া পড়িত ছেয়ে

কালো চোখের কোণে।

জীবনশিখা নিবিল তার,

ডুবিল তারি সাথে

অবমানিত দুঃখভার

অবহেলার রাতে।

দীপাবলীর থালাতে নাই

তাহার ম্লান হিয়া,

তারায় তারি আলোক...

Loading...