আপনারে তুমি করিবে গোপন

আপনারে তুমি করিবে গোপন

রবীন্দ্রনাথ ঠাকুর

আপনারে তুমি করিবে গোপন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আপনারে তুমি করিবে গোপন

কী করি।

হৃদয় তোমার আঁখির পাতায়

থেকে থেকে পড়ে ঠিকরি।

আজ আসিয়াছ কৌতুকবেশে,

মানিকের হার পরি এলোকেশে,

নয়নের কোণে আধো হাসি হেসে

এসেছ হৃদয়পুলিনে।

ভুলি নে তোমার বাঁকা কটাক্ষে,

ভুলি নে চতুর নিঠুর বাক্যে

ভুলি নে।

করপল্লবে দিলে যে আঘাত

করিব কি তাহে আঁখিজলপাত।

এমন অবোধ নহি গো।

হাসো তুমি...

Loading...