খুশি হ তুই আপন মনে

খুশি হ তুই আপন মনে

রবীন্দ্রনাথ ঠাকুর

খুশি হ তুই আপন মনে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


খুশি হ তুই আপন মনে।

রিক্ত হাতে চল্‌-না রাতে

নিরুদ্দেশের অন্বেষণে।

চাস নে কিছু, কোস নে কিছু,

করিস নে তোর মাথা নিচু,

আছে রে তোর হৃদয় ভরা

শূন্য ঝুলির অলখ ধনে।

নাচুক-না ওই আঁধার আলো–

তুলুক-না ঢেউ দিবানিশি

চার দিকে তোর মন্দ ভালো।

তোর তরী তুই দে খুলে দে,

গান গেয়ে তুই পাল তুলে দে–

অকূল-পানে ভাসবি রে তুই,

হাসবি...

Loading...