সুখে আমায় রাখবে কেন

সুখে আমায় রাখবে কেন

রবীন্দ্রনাথ ঠাকুর

সুখে আমায় রাখবে কেন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


সুখে আমায় রাখবে কেন

রাখো তোমার কোলে;

যাক-না গো সুখ জ্বলে।

যাক-না পায়ের তলার মাটি,

তুমি তখন ধরবে আঁটি,

তুলে নিয়ে দুলাবে ওই

বাহু-দোলার দোলে।

যেখানে ঘর বাঁধব আমি

আসে আসুক বান–

তুমি যদি ভাসাও মোরে

চাই নে পরিত্রাণ।

হার মেনেছি, মিটেছে ভয়,

তোমার জয় তো আমারি জয়,

ধরা দেব, তোমায় আমি

ধরব যে তাই হলে।

Loading...