
ওরে ভীরু তোমার হাতে

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ওরে ভীরু তোমার হাতে
নাই ভুবনের ভার।
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার।
তুফান যদি এসে থাকে
তোমার কিসের দায়–
চেয়ে দেখো ঢেউয়ের খেলা,
কাজ কী ভাবনায়।
আসুক-নাকো গহন রাতি,
হোক-না অন্ধকার–
হালের কাছে মাঝি আছে,
করবে তরী পার।
পশ্চিমে তুই তাকিয়ে দেখিস
মেঘে আকাশ ডোবা–
আনন্দে তুই পুবের দিকে
দেখ্-না তারার...