মনকে হেথায় বসিয়ে রাখিস নে

মনকে হেথায় বসিয়ে রাখিস নে

রবীন্দ্রনাথ ঠাকুর

মনকে হেথায় বসিয়ে রাখিস নে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


মনকে হেথায় বসিয়ে রাখিস নে।

তোর ফাটল-ধরা ভাঙা ঘরে

ধুলার ‘পরে পড়ে থাকিস নে।

ওরে অবশ, ওরে খেপা,

মাটির ‘পরে ফেলবি রে পা,

তারে নিয়ে গায়ে মাখিস নে।

ওই প্রদীপ আর জ্বালিয়ে রাখিস নে–

রাত্রি যে তোর ভোর হয়েছে,

স্বপন নিয়ে পড়ে থাকিস নে।

উঠল এবার প্রভাত-রবি,

খোলা পথে বাহির হবি,

মিথ্যা ধুলায় আকাশ ঢাকিস নে।


<...
Loading...