বিদেশী ফুলের গুচ্ছ – ৩

বিদেশী ফুলের গুচ্ছ – ৩

রবীন্দ্রনাথ ঠাকুর

বিদেশী ফুলের গুচ্ছ – ৩

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমায় রেখো না ধরে আর,

আর হেথা ফুল নাহি ফুটে।

হেমন্তের পড়িছে নীহার,

আমায় রেখো না ধরে আর।

যাই হেথা হতে যাই উঠে,

আমার স্বপন গেছে টুটে।

কঠিন পাষাণপথে

যেতে হবে কোনোমতে

পা দিয়েছি যবে।

একটি বসন্তরাতে

ছিলে তুমি মোর সাথে–

পোহালো তো, চলে যাও তবে।




Loading...