ঘাটে বসে আছি আনমনা

ঘাটে বসে আছি আনমনা

রবীন্দ্রনাথ ঠাকুর

ঘাটে বসে আছি আনমনা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ঘাটে বসে আছি আনমনা,

যেতেছে বহিয়া সুসময়।

এ বাতাসে তরী ভাসাব না

তোমা-পানে যদি নাহি বয়।

দিন যায় ওগো দিন যায়,

দিনমণি যায় অস্তে।

নাহি হেরি বাট, দূরতীরে মাঠ

ধূসর গোধূলিধূলিময়।

ঘরের ঠিকানা হল না গো,

মন করে তবু যাই-যাই।

ধ্রুবতারা তুমি যেথা জাগ’

সে দিকের পথ চিনি নাই।

এত দিন তরী বাহিলাম,

বাহিলাম তরী যে পথে,

...

Loading...