অতল পথের যাত্রী

অতল পথের যাত্রী

কাজী নজরুল ইসলাম

অতল পথের যাত্রী

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

–দূর প্রান্তর গিরি

অজানার মাঝে জানারে খুঁজিয়া ফিরি

হৃদয়ে হৃদয়ে বেদনার শতদল

ঘিরিয়া রেখেছে অজানার পদতল।

পথের পথে ফিরি, সাথে ফেরে দিবা নিশা,

কোথা তাঁর পথ – খুঁজে নাহি মেলে দিশা।

কাঁদিয়া বৃথাই আমার নয়নজল

সাগর হইয়া – করিতেছে টলমল।

সে সায়রে দুলে আমার অশ্রুমতী

আমার গানের বেদনা-সরস্বতী।

Loading...