অচল স্মৃতি

অচল স্মৃতি

রবীন্দ্রনাথ ঠাকুর

অচল স্মৃতি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমার হৃদয়ভূমি-মাঝখানে

জাগিয়া রয়েছে নিতি

অচল ধবল শৈল-সমান

একটি অচল স্মৃতি ।

প্রতিদিন ঘিরি ঘিরি

সে নীরব হিমগিরি

আমার দিবস আমার রজনী

আসিছে যেতেছে ফিরি ।

যেখানে চরণ রেখেছে সে মোর

মর্ম গভীরতম —

উন্নত শির রয়েছে তুলিয়া

সকল উচ্চে মম ।

Loading...