ওইখানে বনানীর তৃণ

ওইখানে বনানীর তৃণ

জীবনানন্দ দাশ

ওইখানে বনানীর তৃণ

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ওইখানে বনানীর তৃণ

ঘিরে আছে তোমারে হরিণ

ওই এক মরকত: জীবনের ছবি

এ জীবন কেন তবু নিষ্ক্রান্ত ভৈরবী।


বকের ধবল লণ্ঠন সুমধুর

ভেসে যায় দূর—যত দূর

ততটা আকাশ মায়াবীর ইন্দ্রনীল

তবুও তো বিষাক্ত নিখিল।


ধর্মযাজিকারা তবু কি যে মোহাতুরা

তবু ওই বিকেলের মন্দিরের চূড়া

যেন এক মেধাবিনী ফুলের মতন

মৃত্য...

Loading...