অনবচ্ছিন্ন আমি

অনবচ্ছিন্ন আমি

রবীন্দ্রনাথ ঠাকুর

অনবচ্ছিন্ন আমি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আজি মগ্ন হয়েছিনু ব্রহ্মাণ্ড‐মাঝারে,

যখন মেলিনু আঁখি হেরিনু আমারে।

ধরণীর বস্ত্রাঞ্চল দেখিলাম তুলি,

আমার নাড়ীর কম্পে কম্পমান ধূলি।

অনন্ত আকাশতলে দেখিলাম নামি,

আলোকদোলায় বসি দুলিতেছি আমি।

আজি গিয়েছিনু চলি মৃত্যুপরপারে,

সেথা বৃদ্ধ পুরাতন হেরিনু আমারে।

অবিচ্ছিন্ন আপনারে নিরখি ভুবনে

শিহরি উঠিনু কাঁপি আপনার মনে।

জলে স্থলে শূন্যে...

Loading...