বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি

বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি

রবীন্দ্রনাথ ঠাকুর

বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি

কে জানিত তব শোক সেইমতো করি

আনি দিবে অকস্মাৎ জীবনে আমার

বাধাহীন মিলনের নিবিড় সঞ্চার!

মোর অশ্রুবিন্দুগুলি কুড়ায়ে আদরে

গাঁথিয়া সীমন্তে পরি ব্যর্থশোক-‘পরে

নীরবে হানিছ তব কৌতুকের হাসি।

ক্রমে সবা হতে যত দূরে গেলে ভাসি

তত মোর কাছে এলে। জানি না কী করে

সবারে বঞ্চিয়া তব সব দিলে মোরে।

মৃত্যু-মাঝে আপনারে...

Loading...