বৃদ্ধ কবি

বৃদ্ধ কবি

রবীন্দ্রনাথ ঠাকুর

বৃদ্ধ কবি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


মন হতে প্রেম যেতেছে শুকায়ে

জীবন হতেছে শেষ,

শিথিল কপোল মলিন নয়ন

তুষার-ধবল কেশ!

পাশেতে আমার নীরবে পড়িয়া

অযতনে বীণাখানি,

বাজাবার বল নাইকো এ হাতে

জড়িমা জড়িত বাণী!

গীতিময়ী মোর সহচরী বীণা!

হইল বিদায় নিতে;

আর কি পারিবি ঢালিবারে তুই

অমৃত আমার চিতে?

তবু একবার আর-একবার

ত্যজিবার আগে প্রাণ,

মরিতে মরিতে গাহিয়া ...

Loading...