বরষায়

বরষায়

কাজী নজরুল ইসলাম

বরষায়

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আদর গর-গর

বাদর দর-দর

এ-তনু ডর-ডর

কাঁপিছে থর-থর॥

নয়ন ঢল-ঢল

[সজল ছল-ছল]

কাজল-কালো-জল

ঝরে লো ঝর ঝর॥

ব্যাকুল বনরাজি শ্বসিছে ক্ষণে ক্ষণে

সজনী! মন আজি গুমরে মনে মনে।

বিদরে হিয়া মম

বিদেশে প্রিয়তম

Loading...