দুপুর অভিসার

দুপুর অভিসার

কাজী নজরুল ইসলাম

দুপুর অভিসার

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

যাস কোথা সই একলা ও তুই অলস বৈশাখে?

জল নিতে যে যাবি ওলো কলস কই কাঁখে?


সাঁঝ ভেবে তুই ভর-দুপুরেই দু-কূল নাচায়ে

পুকুরপানে ঝুমুর ঝুমুর নূপুর বাজায়ে

যাসনে একা হাবা ছুঁড়ি,

অফুট জবা চাঁপা-কুঁড়ি তুই!

দ্যাখ্ রং দেখে তোর লাল গালে যায়

দিগ্‌বধূ ফাগ থাবা থাবা ছুঁড়ি,

পিক-বধূ সব টিটকিরি দেয় ...

Loading...