
এসেছি অস্ত যেতে

তসলিমা নাসরিন
| তসলিমা নাসরিন | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৮ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পুবে তো জন্মেছিই, পুবেই তো নেচেছি, যৌবন দিয়েছি,
পুবে তো যা ঢালার, ঢেলেইছি
যখন কিছু নেই, যখন কাঁচা পাকা, যখন চোখে ছানি, ধুসর ধুসর,
যখন খালি খালি, যখন খাঁ খাঁ — এসেছি অস্ত যেতে পশ্চিমে।
অস্ত যেতে দাও অস্ত যেতে দাও দাও অস্ত যেতে
না দিলে স্পর্শ করো, একটু স্পর্শ করো, স্পর্শ করো একটুখানি
লোমকূপে বুকে
স্পর্শ করো ত্বকের মরচে তুলে ত্বকে, চুমু খাও,<...