মালা হতে খসে পড়া ফুলের একটি দল

মালা হতে খসে পড়া ফুলের একটি দল

রবীন্দ্রনাথ ঠাকুর

মালা হতে খসে পড়া ফুলের একটি দল

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


মালা হতে খসে-পড়া ফুলের একটি দল

মাথায় আমার ধরতে দাও গো ধরতে দাও।

ওই মাধুরী-সরোবরের নাই যে কোথাও তল–

হোথায় আমায় ডুবতে দাও গো মরতে দাও।

দাও গো মুছে আমার ভালে অপমানের লিখা,

নিভৃতে আজ বন্ধু, তোমার আপন হাতের টিকা

ললাটে মোর পরতে দাও গো পরতে দাও।

বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে,

শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও।

পথ জুড়ে যা পড়ে আছে আমার...