ফুল কুঁড়ি

ফুল কুঁড়ি

কাজী নজরুল ইসলাম

ফুল কুঁড়ি

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আর পারিনে সাধতে লো সই এক ফোঁটা এই ছুঁড়িকে।

ফুটবে না যে ফোটাবে কে বলল সে ফুল-কুঁড়িকে।

ঘোমটা-চাঁপা পারুল-কলি,

বৃথাই তারে সাধল অলি

পাশ দিয়ে হায় শ্বাস ফেলে যায় হুতাশ বাতাস ঢলি।

আ মলো ছিঃ! ওর হল কী?

সুতোর গুঁতো শ্রান্ত-শিথিল টানতে ও মন-ঘুড়িকে।

আর শুনেছিস সই?

ও লো হিমের চুমু হার মেনেছে এইটুকু আ...