কাতুকুতু বুড়ো

কাতুকুতু বুড়ো

সুকুমার রায়

কাতুকুতু বুড়ো

Books Pointer Iconসুকুমার রায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনমেঘ বালিকা১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার,

কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার!

সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি-

কাতুকুতুর কুল্পি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি।

কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে,

একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে।

বিদ্ঘুটে তার গল্পগুলো না জানি কোন্ দেশী,

শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশী।

না আছে তার মুন্ডু মাথা, না আছে তার ম...

Loading...