আজ আমার মনে ত না মানেরে

আজ আমার মনে ত না মানেরে

জসীম উদ্দীন

আজ আমার মনে ত না মানেরে

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconগান

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আজ আমার মনে ত না মানেরে

সোনার চান,

বাতাসে পাতিয়া বুকরে

শুনি আকাশের গান।

আজ নদীতে উঠিয়া ঢেউ আমার কূলে আইসা লাগে,

রাতের তারার সাথে ঘরের প্রদীপ জাগেরে।

চান্দের উপর বসাইয়ারে যেবা গড়ছে চান্দের বাসা,

আজ দীঘিতে শাপলা ফুটে তারির লয়ে আশারে।

উড়িয়া যায় হংসরে পঙ্খী, যায়রে বহুত দূর,

আজ তরলা বাঁশের বাঁশী টানে সেই সুররে।

আজ কাঙ্খের কলসী...

Loading...