তোমার ভুবন মর্মে আমার লাগে

তোমার ভুবন মর্মে আমার লাগে

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার ভুবন মর্মে আমার লাগে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমার ভুবন মর্মে আমার লাগে।

তোমার আকাশ অসীম কমল

অন্তরে মোর জাগে।

এই সবুজ এই নীলের পরশ

সকল দেহ করে সরস–

রক্ত আমার রঙিয়ে আছে

তব অরুণরাগে।

আমার মনে এই শরতের

আকুল আলোখানি

এক পলকে আনে যেন

বহুযুগের বাণী।

নিশীথরাতে নিমেষহারা

তোমার যত নীরব তারা

এমন ক’রে হৃদয়দ্বারে

আমায় কেন মাগে।

Loading...