তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,

আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?

এই যে আলো সূর্যে গ্রহে তারায়

ঝরে পড়ে শত লক্ষ ধারায়

পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে।

তোমার ফুলে যে রঙ ঘুমের মতো লাগল

আমার মনে লেগে তবে সে যে জাগল।

যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে

সংগীতে সে উঠবে ভেসে পলকে

যেদিন আমার সকল হৃদয় হ...

Loading...