যেতে যেতে চায় না যেতে

যেতে যেতে চায় না যেতে

রবীন্দ্রনাথ ঠাকুর

যেতে যেতে চায় না যেতে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


যেতে যেতে চায় না যেতে

ফিরে ফিরে চায়,

সবাই মিলে পথে চলা

হল আমার দায়।

দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে,

দেয় না সাড়া হাজার ডাকে–

বাঁধন এদের সাধন-ধন,

ছিঁড়তে যে ভয় পায়।

আবেশভরে ধুলায় প’ড়ে

কতই করে ছল,

যখন বেলা যাবে চলে

ফেলবে আঁখিজল।

নাই ভরসা, নাই যে সাহস,

চিত্ত অবশ, চরণ অলস–

লতার মতো জড়িয়ে ধরে

আপন বেদনায়।

Loading...