লজ্জিতা

লজ্জিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

লজ্জিতা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


যামিনী না যেতে জাগালে না কেন—

বেলা হল, মরি লাজে।

শরমে জড়িত চরণে কেমনে

চলিব পথের মাঝে!

আলোকপরশে মরমে মরিয়া

হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,

কোনোমতে আছে পরান ধরিয়া

কামিনী শিথিল সাজে।

যামিনী না যেতে জাগালে না কেন,

বেলা হল, মরি লাজে।

নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ

উষার বাতাস লাগি।

রজনী...

Loading...