আমার     সুরের সাধন রইল পড়ে

আমার সুরের সাধন রইল পড়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার সুরের সাধন রইল পড়ে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমার সুরের সাধন রইল পড়ে।

চেয়ে চেয়ে কাটল বেলা

কেমন করে।

দেখি সকল অঙ্গ দিয়ে,

কী যে দেখি বলব কী এ–

গানের মতো চোখে বাজে

রূপের ঘোরে।

সবুজ সুধা এই ধরণীর

অঞ্জলিতে

কেমন করে ওঠে ভরে

আমার চিতে।

আমার সকল ভাবনাগুলি

ফুলের মতো নিল তুলি,

আশ্বিনের ওই আঁচলখানি

গেল ভরে।




Loading...