এই      শরৎ আলোর কমল বনে

এই শরৎ আলোর কমল বনে

রবীন্দ্রনাথ ঠাকুর

এই শরৎ আলোর কমল বনে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এই শরৎ-আলোর কমল-বনে

বাহির হয়ে বিহার করে

যে ছিল মোর মনে মনে।

তারি সোনার কাঁকন বাজে

আজি প্রভাত-কিরণমাঝে,

হাওয়াতে কাঁপে আঁচলখানি,

ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে।

আকুল কেশের পরিমলে

শিউলি-বনের উদাস বায়ু

পড়ে থাকে তরুর তলে।

হৃদয়মাঝে হৃদয় দুলায়,

বাহিরে সে ভুবন ভুলায়,

আজি সে তার চোখের চাওয়া।

ছড়িয়ে দিল নীল গগনে।

Loading...