
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনবেলা ২৩ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
রয়েছে কাতর ঘোর ।
দুখশয্যায় করি জাগরণ
রজনী হয়েছে ভোর ।
নবফুটন্ত ফুলকাননের
নব জাগ্রত শীতপবনে
সাথি হইবারে পারে নি আজিও
এ দেহ – হৃদয় মোর ।
আজি মোর কাছে প্রভাত তোমার
করো গো আড়াল করো —
এ খেলা এ মেলা এ আলো এ গীত
আজি হেথা হতে হরো ।
প্রভাত জগৎ হতে মোরে ছিঁড়ি
করুণ আঁধারে লহো মো...