অগ্নিবীণা বাজাও তুমি

অগ্নিবীণা বাজাও তুমি

রবীন্দ্রনাথ ঠাকুর

অগ্নিবীণা বাজাও তুমি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অগ্নিবীণা বাজাও তুমি

কেমন করে।

আকাশ কাঁপে তারার আলোর

গানের ঘোরে।

তেমনি করে আপন হাতে

ছুঁলে আমার বেদনাতে,

নূতন সৃষ্টি জাগল বুঝি

জীবন-‘পরে।

বাজে বলেই বাজাও তুমি–

সেই গরবে

ওগো প্রভু,আমার প্রাণে

সকল স’বে।

বিষম তোমার বহ্নিঘাতে

বারে বারে আমার রাতে

জ্বালিয়ে দিলে নূতন তারা

ব্যথায় ভরে।


Loading...