দুঃখ এ নয়, সুখ নহে গো

দুঃখ এ নয়, সুখ নহে গো

রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখ এ নয়, সুখ নহে গো

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দুঃখ এ নয়, সুখ নহে গো–

গভীর শান্তি এ যে,

আমার সকল ছাড়িয়ে গিয়ে

উঠল কোথায় বেজে।

ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারে

সাথে করে নিল আমায় জন্মমরণপারে–

এল পথিক সেজে।

দুঃখ এ নয়, সুখ নহে গো–

গভীর শান্তি এ যে।

চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতে

আলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে।

এত কালের ভয় ভাবনা ...

Loading...