পুষ্প দিয়ে মার যারে

পুষ্প দিয়ে মার যারে

রবীন্দ্রনাথ ঠাকুর

পুষ্প দিয়ে মার যারে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


পুষ্প দিয়ে মার যারে

চিনল না সে মরণকে।

বাণ খেয়ে যে পড়ে, সে যে

ধরে তোমার চরণকে।

সবার নীচে ধুলার ‘পরে

ফেল যারে মৃত্যু-শরে

সে যে তোমার কোলে পড়ে–

ভয় কী বা তার পড়নকে।

আরামে যার আঘাত ঢাকা,

কলঙ্ক যার সুগন্ধ,

নয়ন মেলে দেখল না সে

রুদ্র মুখের আনন্দ।

মজল না সে চোখের জলে,

পৌঁছল না চরণতলে,

তিলে তিলে পলে পলে

<...
Loading...