দুঃখ যদি না পাবে তো

দুঃখ যদি না পাবে তো

রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখ যদি না পাবে তো

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দুঃখ যদি না পাবে তো

দুঃখ তোমার ঘুচবে কবে?

বিষকে বিষের দাহ দিয়ে

দহন করে মারতে হবে।

জ্বলতে দে তোর আগুনটারে,

ভয় কিছু না করিস তারে,

ছাই হয়ে সে নিভবে যখন

জ্বলবে না আর কভু তবে।

এড়িয়ে তাঁরে পালাস না রে

ধরা দিতে হোস না কাতর।

দীর্ঘ পথে ছুটে কেবল

দীর্ঘ করিস দুঃখটা তোর

মরতে মরতে মরণটারে

শেষ করে দে একেবারে,

তা...

Loading...