বিরহ বিধুরা

বিরহ বিধুরা

কাজী নজরুল ইসলাম

বিরহ বিধুরা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কার তরে? ছাই এ পোড়ামুখ আয়নাতে আর দেখব না;

সুর্মা-রেখার কাজল-হরফ নয়নাতে আর লেখব না!

লাল-রঙিলা করব না কর মেহেদি-হেনার ছাপ ঘষে;

গুলফ চুমি কাঁদবে গো কেশ চিরুণ-চুমার আপশোশে!


কপোল-শয়ান অলক-শিশুর উদাস ঘুম আর ভাঙবে না;

চুমহারা ঠোঁট পানের পিকের হিঙুল রঙে রাঙবে না!

কার তরে ফুলশয্যা বাসর, সজ্জা নিজেই লজ্জা পায়;

পীতম আমার দূর প্রবাসে, দেখবে কে সাজ-সজ্...

Loading...