ও তুই যারে আঘাত হানলিরে মনে

ও তুই যারে আঘাত হানলিরে মনে

জসীম উদ্দীন

ও তুই যারে আঘাত হানলিরে মনে

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconগান

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ও তুই যারে আঘাত হানলিরে মনে সেজন কি তোর পর,

সে ত তোরি তরে কেন্দে কেন্দে বেড়ায় দেশান্তর;

রে বন্ধু!

তোরি তরে সাজাইলাম বন-ফুলের ঘর,

রে বন্ধু মন-ফুলের ঘর,

ও তুই ভোমর হয়া হানলি কাঁটা সেই না ফুলের পর;

রে বন্ধু!

এক ঘরেতে লাগলে আগুন পোড়ে অনেক ঘর,

মনের আগুন মনই পোড়ায়-নাই কোন দোসর;

রে বন্ধু!

আগে যদি জানতামরে তোর রূপে আগুর জ্বলে,

Loading...