আমার  আর হবে না দেরি

আমার আর হবে না দেরি

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার আর হবে না দেরি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমার আর হবে না দেরি–

আমি শুনেছি ওই বাজে তোমার ভেরী।

তুমি কি নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে।

মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে

তোমায় যেন হেরি–

আমার আর হবে না দেরি।

আমার কাজ হয়েছে সারা,

এখন প্রাণে বাঁশি বাজায় সন্ধ্যাতারা।

দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,

তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে

আ...

Loading...