দুঃখ যে তোর নয় রে চিরন্তন

দুঃখ যে তোর নয় রে চিরন্তন

রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখ যে তোর নয় রে চিরন্তন

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দুঃখ যে তোর নয় রে চিরন্তন।

পার আছে এর– এই সাগরের

বিপুল ক্রন্দন।

এই জীবনের ব্যথা যত

এইখানে সব হবে গত–

চিরপ্রাণের আলয়-মাঝে

বিপুল সান্ত্বন।

মরণ যে তোর নয় রে চিরন্তন।

দুয়ার তাহার পেরিয়ে যাবি,

ছিঁড়বে রে বন্ধন।

এ বেলা তোর যদি ঝড়ে

পূজার কুসুম ঝরে পড়ে

যাবার বেলায় ভরবি থালায়

মালা ও চন্দন।



Loading...